• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাগেরহাটে পাঁচ শতাধিক হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

  • ''
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন। মঙ্গলবার দিনব্যাপী বাগেরহাট সদর উপজেলার দরিতাল্লুক কোডেক ট্রেনিং সেন্টারে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে খুশি নানা বয়সী রোগীরা। দেশ-বিদেশের ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। তবে জটিল রোগীর ক্ষেত্রে ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন আয়োজকরা।

দেশ-বিদেশের স্বনামধন্য চিকিৎসক এবং খুলনা ও বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবকের উদ্যোগে বাগেরহাট হার্ট ফাউন্ডেশন গঠিত হয়েছে। হার্ট ফাউন্ডেশনের জন্য জমি কেনাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হার্ট ক্যাম্পে হৃদ্‌রোগ ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও স্ট্রোকের মতো রোগে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

ক্যাম্পে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদার কার্ডিওভাসকুলার ফেলোশিপ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক চৌধুরি হাফিজুল আহসান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজির অধ্যাপক মির নেসারউদ্দিন আহমেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সার্জন ডা. এম এ গফুর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক (অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ইউনুসুর রহমান, ইউনাইটেড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রফিকুস সালেহীন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শেখ আ. ফাত্তাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. দিপল অধিকারী, ল্যাব এইড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. মাহবুবুর রহমান, যুক্তরাষ্ট্রের লাসভেগাস মেডিকেল সেন্টারের নিউরোলজিস্ট ডা. সেলিনা পারভীন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. সুদিপ্ত কুমার মুখার্জীসহ অনেক বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন। সাথে সাথে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়।

বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ডা. মোশারফ হোসেন বলেন,বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে এর আওতায় পাশের বিভিন্ন জেলার রোগীদের জন্য বিশেষায়িত হৃদ্‌রোগ হাসপাতাল স্থাপন করা হবে। বাগেরহাটে যতদিন হৃদ রোগ হাসপাতালের কার্যক্রম শুরু না হবে ততদিন পর্যন্ত এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।প্রয়োজনে রোগীদের ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেবা নিতে সহায়তা করা হবে। হাসপাতাল স্থাপন হওয়ার আগ পর্যন্ত অন্তত একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স সংগ্রহ করে বাগেরহাটের মুমূর্ষু হৃদরোগীদের দ্রুত ঢাকায় হাসপাতালগুলোতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরো বলেন, এই কার্যক্রমের প্রধান উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদার কার্ডিওভাসকুলার ফেলোশিপ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. চৌধুরি হাফিজুল আহসান। হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার বিষয়ে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও হার্ট ফাউন্ডেশন সহযোগিতা করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads